নতুন আঙ্গিকে ‘সাগরের প্রান্তরে’
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৩
নতুন আঙ্গিকে ‘সাগরের প্রান্তরে’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ‘সাগরের প্রান্তরে’ শিরোনামের গানচিত্র প্রকাশ করেছে। বুধবার (৩০ আগস্ট) রাতে সোলসের ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত হয়েছে।


সোলসের কালজয়ী এই গানটি নতুন করে সংগীতায়োজন করা হয়েছে। গানটি প্রসঙ্গে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন,‌ “সাগরের প্রান্তরে’ গানটি সকলেরই পরিচিত। পুরোনো কালজয়ী এই গানটি নতুন করে সংগীতায়োজন করেছি। গানের সঙ্গে মিল রেখে সমুদ্র সৈকতে ভিডিও ধারণ করা হয়েছে। আশা করি, শ্রোতারা পুরোনো দিনে ফিরে যাবেন। সোলসের ৫০ বছর পূর্তিতে এটি আমাদের চতুর্থ গান।”


বর্তমানে সোলস ব্যান্ড দলটি অষ্ট্রেলিয়ায় অবস্থান করছে। সেখানে ছয়টি কনসার্টে অংশ নেবে ব্যান্ড দলটি। আগামী ২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সিডনি শহরের মারানা অডিটোরিয়ামে পারফর্ম করবে। গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্টের আয়োজনে মিরাজ হোসাইন, এনামুল হক ও ফয়সাল আজাদের উদ্যোগে এই মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।


আয়োজকদের কথায়, ‘সোলসের ৫০ বছর পূর্তিতে আমরা তাদের পেয়ে খুবই আনন্দিত। আশা করি, সিডনি প্রবাসী বাঙালিদের একটি ভালো অনুষ্ঠান উপহার দিতে পারব।’


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com