১৮ আগস্ট মুক্তি ‘আম-কাঁঠালের ছুটি’
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ২১:৫১
১৮ আগস্ট মুক্তি ‘আম-কাঁঠালের ছুটি’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশের প্রেক্ষাগৃহে ১৮ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে শরীফ উদ্দিন সবুজের ছোটগল্প অবলম্বনে শিশুতোষ চলচ্চিত্র ‘আম-কাঁঠালের ছুটি’। সিনেমাটি নির্মাণ করেছেন মোহাম্মদ নূরুজ্জামান।


বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার প্রধান সহকারী পরিচালক ‘আদিম’ খ্যাত নির্মাতা যুবরাজ শামীম। এই সিনেমার আন্তর্জাতিক সংস্করণের নামকরণ করা হয়েছে সামার হলিডে।


যুবরাজ শামীম জানান, গত শতাব্দীর আশি এবং নব্বই দশকে শৈশব-কৈশোর পেরুনো প্রজন্ম নিজেদের যাপিত শৈশব খুঁজে পাবেন গ্রামীণ পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্রে। আমার মেয়েকে নিজের শৈশব দেখানোর একটা প্রচেষ্টা হিসেবেই সিনেমাটি তৈরি করতে শুরু করেছিলাম।


খুব ছোট্ট একটা কারিগরি ইউনিট আর এক ঝাঁক আনকোরা অপেশাদার অভিনয় শিল্পী নিয়ে একটা লম্বা সময় ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয়। প্রযোজনা ও পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য ও সংলাপ রচনা, চিত্রগ্রহণ, সম্পাদনা এবং সাউন্ড ডিজাইন করেছেন মোহাম্মদ নূরুজ্জামান নিজেই।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com