‘দ্য কেরালা স্টোরি’ ইসলাম বিরোধী নয় : প্রযোজক
প্রকাশ : ১১ মে ২০২৩, ১৩:৩৭
‘দ্য কেরালা স্টোরি’ ইসলাম বিরোধী নয় : প্রযোজক
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

সম্প্রতি ভারতে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে তুমুল বিতর্ক চলছে। 


সিনেমাটির গল্পে ইসলাম ধর্মের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে বা মুসলিমদের বিরোধিতা করা হয়েছে বলে অভিযোগ। যা অপ্রীতিকর হিংসার ঘটনা ছড়াতে পারে। গোটা বিষয় নিয়ে সাফাই দিলেন সিনেমাটির প্রযোজক।


‘দ্য কেরালা স্টোরি’র প্রযোজক বিপুল অমৃতলাল শাহ। তার দাবি, এই সিনেমা মুসলিম বা ইসলাম ধর্মের বিরুদ্ধে নয়, এটা আতঙ্কবাদীদের বিরুদ্ধে। একটি সাক্ষাৎকারের বিপুল এমন দাবি করেছেন।


প্রযোজক বলেন, ‘এই ছবিটি কোনো নির্দিষ্ট ধর্ম বা জাতির বিরুদ্ধে নয়। অনেকেই এই ছবির বিরুদ্ধে ক্ষোভ উগরে নোংরা মন্তব্য করছেন না বুঝেই। কিন্তু যখন তারা ছবিটি দেখছেন হলে গিয়ে, তখন তারা ভুল বুঝতে পারছেন।’


তিনি বলেন, ‘এমন তিনজন ব্যক্তিকে আমি দেখলাম যারা প্রথমে খারাপ কথা বললেও পরে প্রশংসা করেছেন। আমি আশাবাদী যখন মানুষের রাগ কমবে, সময় এগোবে মানুষ বুঝবে এই ছবিটা কারও বিরুদ্ধে নয়, এটা আতঙ্কবাদের বিরুদ্ধে। আর যারা আতঙ্কবাদের বিরুদ্ধে, তাদের অনুরোধ করব আমাদের পাশে থাকার জন্য।’


প্রযোজক জানিয়েছেন, ‘এই ছবিটা যে মিথ্যা নয় সেটার প্রমাণ শেষে দেওয়া আছে। সত্যি যে পরিবারগুলো এই বিপদের মধ্যে দিয়ে গেছেন তাদের বক্তব্য আছে।’


ভারতের দুই হাজার হলে ‘দ্য কেরালা স্টোরি’ মুক্তি পায় গত ৫ মে। তবে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিক ভাবে ছবিটির প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। তার আগে তামিল নাড়ুতেও ছবিটি নিষিদ্ধ করা হয়।


এই ছবিতে আদা শর্মা, যোগিতা বিহানি, সিদ্ধি ইদনানি, সোনিয়া বালানিকে মুখ্য ভূমিকায় দেখা গেছে। মধ্যপ্রদেশে ছবিটিকে ট্যাক্স ফ্রি ঘোষণা করা হয়েছে। পাঁচ দিনে ছবিটি ৫০ কোটি টাকা কামিয়েছে বলে বক্স অফিস সূত্রে খবর।


সূত্র : হিন্দুস্তান টাইমস


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com