ট্রান্সজেন্ডারদের নিয়ে নির্মিত আঞ্চলিক আর্ট ও ফিল্ম ফেস্টিভ্যাল শুরু আজ
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩, ০৯:১৮
ট্রান্সজেন্ডারদের নিয়ে নির্মিত আঞ্চলিক আর্ট ও ফিল্ম ফেস্টিভ্যাল শুরু আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠী নিয়ে নির্মিত আঞ্চলিক আর্ট ও ফিল্ম ফেস্টিভ্যাল রিইনকার্নেট-৩ শুরু হচ্ছে আজ।


বুধবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন সাংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা নাসিরুদ্দীন ইউসুফ, পুলিশের অতিরিক্ত আইজি হাবিবুর রহমান, বাংলাদেশ অবস্থিত আমেরিকান দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন হেলেন লাফেব, ইউএনএইডস বাংলাদেশের পরিচালক ডা. সায়মা খান।


বন্ধু সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটি (বন্ধু) আয়োজিত তিন দিনব্যাপী আঞ্চলিক আর্ট ও ফিল্ম ফেস্টিভ্যাল রিইনকারনেট-৩, ১৮ থেকে শুরু হয়ে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে।


এবারের উৎসবে দক্ষিণ এশিয় অঞ্চলের ৬টি দেশের ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠী নিয়ে নির্মিত ২৫টি চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শীত হবে। পাশাপাশি ২৫টি শিল্পকর্মের একটি প্রদর্শনী মিলনায়তনের গ্যালারীতে তিন দিনব্যাপী চলবে।


উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্যনাট্য পরিবেশন করবেন ট্রাসজেন্ডার ও হিজড়া নৃত্যশিল্পীদের নিয়ে গঠিত বন্ধু’র সাংস্কৃতিক দল ‘সত্তা’। নৃত্যনাট্যটি কোরিওগ্রাফি করেছেন একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শামীম আরা নিপা।


বিবার্তা/সানজিদা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com