শিরোনাম
জাককানইবিতে জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক সেমিনার
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৮, ২২:২১
জাককানইবিতে জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক সেমিনার
জাককানইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বাংলাদেশ নারী প্রগতি সংঘের আয়োজনে গাহি সাম্যের গান মঞ্চে বৃহস্পতিবার দুপুরে অসাম্প্রদায়িকতা শান্তি-সম্প্রীতি রক্ষা ও উগ্রবাদ প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত হয়।


সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।


প্রধান অতিথির বক্তব্যে জাককানইবি উপাচার্য বলেন, আমি ভালোবাসার মাধ্যমে সমাজ পরিবর্তনে বিশ্বাসী। সেই সাথে অশুভ সকল কিছুকে ভালোবাসার মাধ্যমে সমাজের কল্যাণে ভূমিকা রাখতে আমরাই পারি। আমাদের প্রতিজ্ঞা করা উচিত, আমরা যেখানেই যে অবস্থায় থাকি না কেন, আমাদের পাশে অবস্থান করা মানুষটাকে ভালোবাসতে হবে।


নারী প্রগতি সংঘের সমন্বয়কারী সঞ্জয় মজুমদারের সভাপতিত্বে নিহার সরকার অঙ্কুর ও মৌ কর্মকারের যৌথ সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বখতিয়ার আহমেদ। বিশেষ বক্তা ছিলেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পি।



বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হুমায়ুন কবীর, প্রক্টর উজ্জল কুমার প্রধান, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান তুহিন অবন্ত, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মুজিব, কবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী জামান লিজন, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রমুখ।


বিবার্তা/পাভেল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com