শিরোনাম
জাবি লোক প্রশাসন বিভাগের যুগপূর্তি
প্রকাশ : ১৮ জুলাই ২০১৮, ১৫:৩৯
জাবি লোক প্রশাসন বিভাগের যুগপূর্তি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের এক যুগ পূর্ণ হয়েছে। এ উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘গভর্নেন্স অ্যান্ড পাবলিক সার্ভিস ডেলিভারি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।


সেমিনার উদ্বোধন করেন জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এ সময় তিনি বলেন, বিগত এক যুগে এ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি পর্যায়ে সরকারের নীতি নির্ধারণ ও সুশাসন প্রতিষ্ঠায় প্রশংসনীয় ভূমিকা রেখেছে। সব প্রতিষ্ঠানেই বার্ষিক কর্মসম্পাদনা ও মূল্যায়ন রীতি চালু করা উচিত। এতে লক্ষ্য অর্জনে নতুন নতুন পদ্ধতি গ্রহণ করা যায়।



অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল কাশেম মজুমদার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।


বিভাগীয় সভাপতি ড. জেবউননেছার সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, সেমিনারের আহবায়ক ড. নুরুল আমিন প্রমুখ।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com