শিরোনাম
ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ সেপ্টেম্বর
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০১
ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ সেপ্টেম্বর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এবার ‘খ’ ইউনিটে দুই হাজার ২শ ৪১টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩৪ হাজার ৬শ ছয়জন। এদিকে ক্যাম্পাসের বাইরের পরীক্ষা কেন্দ্রগুলো হলো- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা সিটি কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও বদরুন্নেছা মহিলা কলেজ।
ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্বিবিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এ জাতীয় কোনো ইলেক্ট্রনিক্স ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরীক্ষার সময় দায়িত্ব পালন করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com