
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা ২০২৫–এ রসায়ন বিভাগকে ১৩৮ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। এক বছর পর আবারো শিরোপার স্বাদ গ্রহণ করে বিভাগটি। এছাড়া বাংলা বিভাগকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে অর্থনীতি বিভাগ।
মঙ্গলবার (২৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
টস জিতে প্রথম ইনিংসে নির্ধারিত ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৭ রান সংগ্রহ করে আইন বিভাগ। জবাবে রসায়ন বিভাগ ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৭৯ রান তুলতে সক্ষম হয়। ফলে ১৩৮ রানের বিশাল জয় নিয়ে শিরোপা ঘরে তোলে আইন বিভাগ।
খেলায় ম্যান অব দ্য ফাইনাল হন আইন বিভাগের আবু নূরে মুস্তাক এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন একই বিভাগের শিক্ষার্থী হৃদয় আহমেদ। এছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহক আইন বিভাগের শাকিল মির্জা এবং সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন বাংলা বিভাগের আকরাম মিয়া।
খেলা শেষে সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার অনুষ্ঠিত হয়।। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে চ্যাম্পিয়ন, রানার্সআপ এবং তৃতীয় স্থান অর্জনকারীসহ সকলকে পুরস্কার প্রদান করা হয়।
এসময় শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মনিরুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, 'প্রতিযোগিতামূলক পরিবেশে সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য জয়ী এবং বিজিত উভয় দলকে অভিনন্দন জানাচ্ছি। খেলায় হার-জিত থাকবে এটাই স্বাভাবিক। দীর্ঘদিন নানান কারণে আমাদের খেলা বন্ধ ছিল এখন আবার সব খেলা সুন্দর মতো চলতেছে তাই ক্রীড়া পরিচালনা কমিটিসহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি।'
ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, 'ছাত্রদের কাজ হচ্ছে পাঠে এবং মাঠে। আমরা দায়িত্ব নিয়ে মাত্র পাঁচ মাসে এক বছরের সকল খেলা সম্পন্ন করতে পেরেছি। আমাদেরকে সহযোগিতা করার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আইন বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি।'
তিনি আরো বলেন,' সামনে আমরা আরো স্পোর্টস বাড়ানোর চেষ্টা করব। আমরা আশাবাদী সামনের খেলাগুলোও সুন্দরভাবে সম্পন্ন করতে পারব।'
বিবার্তা/প্রসেনজিত/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]