
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) গঠনতন্ত্র প্রস্তাবনা দিয়ে এবার সংবাদ সম্মেলন করেছে শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (২৭ মে ) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে এটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন শাখা সভাপতি মো: আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মাইনুদ্দিন, দাওয়াহ সম্পাদক মুরাদ হোসাইন মুসা, তথ্য গবেষণা সম্পাদক নাঈম উদ্দিন, অর্থ সম্পাদক সোলাইমান ইসলাম শাফিন, উচ্চ শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন।
শাখা সভাপতি আব্দুর রহমান লিখিত বক্তব্যে জানান, আমাদের চাকসু গঠনতন্ত্রে লক্ষ্য-উদ্দেশ্য, কার্যাবলি ও পদ-পদবী তিনটি বিষয়েই প্রস্তাবনা রয়েছে।
চাকসুর লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে আমরা প্রস্তাব করছি, ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণঅভ্যুত্থান সহ সকল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং দেশীয় সংস্কৃতি শিক্ষার্থীদেরকে সৎ, সচেতন দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা। ও ধর্মীয় চেতনাকে ধারণ করে।
কার্যাবলির মাঝে অতিরিক্ত সংযোজন করতে বলছি, ক্যাম্পাসে অশ্লীলতা ও মাদকমুক্ত পরিবেশ গঠনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি ও পরিবেশের বৈচিত্র্য রক্ষায় পদক্ষেপ গ্রহণ করা।
কার্যনির্বাহী কমিটির মাঝে ব্যবস্থাপনা সম্পাদক, ছাত্রকল্যাণ সম্পাদক, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক, শিক্ষার্থী কাউন্সিলিং সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক, খাদ্য ও পরিবহন বিষয়ক সম্পাদক, হল ব্যবস্থাপনা সম্পাদক এবং উচ্চ শিক্ষা সম্পাদক যুক্ত করার দাবী জানাচ্ছি।
বিবার্তা/মহসিন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]