
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচীর সঙ্গে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)।
সোমবার (৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়, গাজায় ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচীর সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এছাড়া আগামীকাল (৮ এপ্রিল) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয় সকাল সাড়ে ৮ টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এবং আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে সকাল ৯ টা থেকে সকাল ১১টা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]