অষ্টম বর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ২১:৪৭
অষ্টম বর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব আজ সপ্তম বর্ষ পেরিয়ে অষ্টম বর্ষে পদার্পণ করেছে। ‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগানকে ধারণ করে ২০১৮ সালের ৪ এপ্রিল যাত্রা শুরু করে সংগঠনটি।


তৎকালীন সময়ে ৯ সদস্যের আহ্বায়ক কমিটি নিয়ে যাত্রা করে এই সাংবাদিক সংগঠনটি। যাত্রা শুরুর পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের জন্য যেমন বিভিন্ন কুচক্রী মহলের চক্ষুশূলে পরিণত হয়েছে ঠিক তেমনি সমানতালে প্রশংসাও কুড়িয়েছে সংগঠনটি। বর্তমানে সংগঠনটির সাথে ২৫ জন সদস্যের পাশাপাশি কাজ করছে পনেরোর অধিক সহযোগী সদস্যও। সিনিয়র-জুনিয়রদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে নিরলসভাবে সংবাদ উপস্থাপনের কাজ করে যাচ্ছে সংগঠনটি।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগনটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের বলেন, 'ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে ২০১৮ সালে যাত্রা শুরু করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। আজ তার ৭ম বছর পূর্তির দিনে এসে প্রাপ্তি অনেক। প্রত্যাশা থাকবে ক্লাবের সত্য প্রকাশের সাহসী যাত্রা সামনে আরও বেগবান হবে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সত্য ও নিষ্ঠার সাথে ক্লাবের হয়ে কাজ করে যাচ্ছে একঝাঁক তরুণ, পরিশ্রমী, দৃরচেতা ও মেধাবী সংবাদকর্মী। তাদের হাত ধরে ক্লাবের আগামী আরও সুন্দর ও সাফল্য মণ্ডিত হোক।


ক্লাবটির বর্তমান সাধারণ সম্পাদক জাভেদ রায়হান বলেন, চার বছরেরও বেশি সময় ধরে সংগঠনটির সাথে আছি। এছাড়া সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হিসেবে একাডেমিক জ্ঞানকে হাতে কলমে শেখার জন্যই এখানে আসা। কুবি প্রেস ক্লাব শিক্ষানবিশ সাংবাদিকদের হাতে-কলমে সাংবাদিকতা শেখানোর পাশাপাশি কুবি ক্যাম্পাসের উন্নয়ন, অগ্রগতিকে দেশবাসীর কাছে তুলে ধরে। পাশাপাশি দল-মত নির্বিশেষে বিভিন্ন অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধেও কলম চালায়। কুবি প্রেসক্লাবের কলম যোদ্ধাদের কলম 'সর্বদা সত্যের সন্ধানে' চলমান থাকবে বলে আশা করি।


সভাপতি ইমতিয়াজ হাসান রিফাত বলেন, 'দেখতে দেখতে আট বছরে পা দিল সংগঠনটি। সপ্নের এই যাত্রায় নানান প্রতিকূল পরিস্থিতি দেখতে হয়েছে আমাদের অগ্রজ ও আমাদের। সাংবাদিক সংগঠন হিসেবে প্রতিকূল পরিস্থিতি থাকবেই। আমাদের লক্ষ্য একটাই, সকল প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে সবসময় সত্য এবং বস্তুনিষ্ঠতার সহিত পথ চলা।


বিবার্তা/প্রসেনজিত/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com