চবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ২৩:০৩
চবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আশেপাশে বিভিন্ন কলোনীতে বসবাসরত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জাতীয়তাবাদী শাখা ছাত্রদল।


২৯মার্চ, শনিবার শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।


এদিন ভাসমান স্কুলের প্রথম শেণী থেকে সপ্তম শ্রেণির ৫৪ জন সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের উপহার বিতরণ করা হয়। ১৮ জন ছেলদের মধ্যে পাঞ্জাবী পায়জামা এবং ৩৬ জন মেয়েদের স্কার্ট বিতরণ করা হয়।ঈদ উপহার পরবর্তী সকলের সাথে ইফতার করা হয়।


এ বিষয়ে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন " আমরা বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব করেছি এবং দেশের সর্বস্তরের বৈষম্যহীন সমাজ গড়াই আমাদের লক্ষ্যে।সে হিসেবে সমাজের অবহেলিত পথশিশুরা যাতে অন্যান্যদের মত ঈদ উদযাপন করতে পারে সেই প্রচেষ্টায় আজকের ঈদ উপহার বিতরণ।


তিনি বলেন, এই যে সুবিধাবঞ্চিত শিশু তারা যদি সমাজ,দেশ থেকে প্রয়োজনীয় সুবিধা পায় তাহলে তারাও একদিন দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে আমাদের বিশ্বাস"


ঈদ উপহার বিতরণ কার্যক্রমে সহায়তা করেছে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিয়ে কাজ করা সংগঠন পথের পাঁচালী, এবং চবি ছাত্রদল নেতা আরিফ, সাকিব, নাজমুল, শামীম, তানভীর, জাবেদ, রুখন, শুভ, সাকিফ ও সাদকিন।


বিবার্তা/মহসিন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com