চবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, ৮০ শতাংশই অনুত্তীর্ণ
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১৭:১১
চবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, ৮০ শতাংশই অনুত্তীর্ণ
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ২০ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হলেও অনুত্তীর্ণের হার ৭৯ দশমিক ৭৬ শতাংশ।


রবিবার (১৬ মার্চ) রাত দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক কলা ও মানববিদ্যা অনুষদের ডিন দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান। তিনি বলেন, এবারের ভর্তি পরীক্ষায় পাশ করেছেন ১২ হাজার ৬৫৬ জন পরীক্ষার্থী


কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত 'বি' ইউনিটের অধীনে ১ হাজার ২২১ টি আসনের বিপরীতে এবছর আবেন করেন ৭৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী। তবে, বিভাগীয় তিনটি কেন্দ্রে মোট উপস্থিত ছিলেন ৬২ হাজার ৫২৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৬৫৬ জন।


প্রসঙ্গত, গত শনিবার (৮ মার্চ) তিন বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চবির ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে এবার আবেদন করেন ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। আগামী ২২ মার্চ সমাজবিজ্ঞান অনুষদভুক্ত 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 'ডি-১' উপইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার মধ্যে দিয়ে শেষ হবে এবারের ভর্তিযুদ্ধ


বিবার্তা/মহসিন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com