
পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহীম বলেন, আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে আসছি।
শুক্রবার (১৪ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর প্রাঙ্গণে এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে শাখা ছাত্রশিবির।
ইফতার মাহফিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি বলেন, ইসলামী ছাত্রশিবির বিশ্বাস করে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ, সম্মান ও সৌহার্দ্যের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব। তাই আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে আসছি। এরই ধারাবাহিকতায়, পবিত্র রমজান মাসের মহিমাকে কেন্দ্র করে আয়োজিত এই ইফতার মাহফিল ছিল সম্প্রীতির একটি অনন্য উদাহরণ।
তিনি আরো বলেন ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি আমাদেরকে অত্যন্ত অনুপ্রাণিত করেছে। সকলের আন্তরিক অংশগ্রহণ প্রমাণ করে ভিন্ন দল, মত ও আদর্শের হলেও আমরা সবাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং একসাথে কাজ করতে আগ্রহী।
উল্লেখ্য, ইফতার মাহফিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিবার্তা/মহসিন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]