
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত নিরাপত্তাকর্মীদের মাঝে সাহ্রি বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল।
শুক্রবার (১৪ মার্চ) মধ্যরাতে বাকৃবি ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর গার্ড ও নিরাপত্তা অঞ্চলে দায়িত্ব পালনরত কর্মীদের মাঝে সাহ্রি বিতরণ করা হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৮টি হলের গার্ড এবং ২টি নিরাপত্তা অঞ্চলের মোট ৪০ জন নিরাপত্তাকর্মীর মাঝে এই সাহ্রি বিতরণ করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বাকৃবি ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম শফিক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এই সাহ্রি বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, যারা সারারাত জেগে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করেন, তাদের সম্মানার্থে বাকৃবি ছাত্রদলের পক্ষ থেকে এই সামান্য খাবার বিতরণ করা হয়েছে।
বিবার্তা/আমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]