
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) আলোচনা সভা ও ইফতার মাহফিলে ক্যাম্পাসের প্রায় সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত হয় এ অনুষ্ঠান।
চবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতি সভাপতি মোহাম্মদ আজহার।
এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকবৃন্দের পাশাপাশি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলী, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রোমান রহমান, ইসলামী ছাত্র মজলিশের সভাপতি সাকিব মাহমুদ রুমি।
ইসলামি ছাত্র আন্দোলনের সেক্রেটারি আব্দুর রহমান, ইনকিলাব মঞ্চের আহবায়ক রকিবুল ইসলাম ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি ঈশা দে। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
এছাড়া ডিবেটিং সোসাইটি, স্কুল অব ডিবেট, ডিবেটরস অফ সিইউ, আবৃত্তি মঞ্চ, আবৃত্তি সংসদ, এক্সিলেন্স বাংলাদেশ, বন্ধুসভা, তরুণ কলাম লেখক ফোরাম, ক্যারিয়ার ক্লাব, গ্রীন ভয়েস, হিস্ট্রি ক্লাব, ক্যাব গ্রুপ, ইনোভেশন হাব, পথের পাঁচালী, আইইআর ডিবেটিং ক্লাব, অনুধ্যান কেন্দ্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. শামীম উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আল-আমীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, হালদা গবেষক ও প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুরুল কিবরীয়া।
সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান, শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী, প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কোরবান আলী ও নাজমুল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শামীম উদ্দিন খান বলেন, সাংবাদিকদের সকল প্রতিবেদন তথ্যমূলক, অনুসন্ধানমূলক হতে হবে, তাহলেই বাংলাদেশকে আপনারা সঠিক দিকে নিয়ে যেতে পারবেন। সাংবাদিকদের মূল কাজ হলো সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে জাতিকে সঠিক পথের নির্দেশনা দেওয়া।
এসময় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক সংগঠনকে নিজেদের মধ্যে ইতিবাচক পরিবর্তন এনে ক্যাম্পাসে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি সবার মাঝে সুসম্পর্ক তৈরির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলী বলেন, আজকের এখানে সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এক ছাদের নিচে মিলিত হয়েছে। একটা কথা বলতেই হয়, দীর্ঘ ৯ বছর পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ইসলামি ছাত্রশিবিরকে ইফতার মাহফিলে দাওয়াত করেছে। ফ্যাসিবাদের আমলে হয়তো কোন এক ঝুজুর ভয়ে সাংবাদিক সমিতিও ছাত্রশিবির কে দাওয়াত দিতে সক্ষম হয়নি।
তিনি বলেন, আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন। আগামীতে যেকোনো কার্যক্রমের ক্ষেত্রে সাংবাদিক সমিতিকে অনেক বেশি স্বাধীনচেতা হওয়া উচিত বলে করি।
বিবার্তা/মহসিন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]