চবিতে প্রথমবারের মতো বসল কুরআন তেলাওয়াতের আসর
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ২৩:১৩
চবিতে প্রথমবারের মতো বসল কুরআন তেলাওয়াতের আসর
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো বসল কুরআন তেলাওয়াতের আসর। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের চবি শাখা এ আয়োজন করে।


মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) বিকাল ৫ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জিরো পয়েন্ট মসজিদ মাঠে এটি অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের শাখা সভাপতি সাকিব মাহমুদ রুমীর সভাপতিত্বে আসরে কুরআন তিলাওয়াত করেন, দারুল উলুম হাটহাজারী শিক্ষার্থী ও কিরাত প্রশিক্ষক ক্বারী আরাফাত হোসাইন, প্রধানমন্ত্রী কর্তৃক স্বর্ণপদকপ্রাপ্ত ও বাংলাদেশ বেতারের অতিথি ক্বারী হিজবুল্লাহ আল মুজাহিদ এবং জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত ও এসএ টিভি রানার্স-আপ (সিজন ১০) ক্বারী আহমাদ গণি।


এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব মোরশেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চবি শাখার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সোহরাওয়ার্দী হল শাখার সাধারণ সম্পাদক আবরার ফারাবী।


বিআরএফ ইয়ুথ ক্লাবের কেন্দ্রীয় সভাপতি সৈয়ব আহমেদ সিয়াম, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক আরএম রশিদুল হক দিনার ও অনুধ্যান কেন্দ্রের প্রতিনিধি ওয়ালিদুর রহমান রাফিজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চবির সাব্বির আহমেদ রিয়াদ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।


চবি ছাত্র মজলিসের সভাপতি সাকিব মাহমুদ রুমী বলেন, "আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার শুকরিয়া যে আমরা ক্যাম্পাসে উন্মুক্ত পরিবেশে কুরআন তিলাওয়াতের আসরের আয়োজন করতে পেরেছি। আমরা এই ধারা অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।"


বিবার্তা/মহসিন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com