
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে উচ্চশিক্ষায় গবেষণা উন্নয়নের গুরুত্ব নিয়ে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ ২০২৫) সকালেই একাডেমিক ভবন-২-এর ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য গবেষণার গুরুত্ব অপরিসীম।" তিনি আরও উল্লেখ করেন যে বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় এগিয়ে নিতে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করেছে। শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করে গবেষণা ও দক্ষতা বৃদ্ধির কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
সেমিনারটি পরিচালনা করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম।
সেমিনারে ‘রিসোর্স পার্সন’ হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের মিশিগান টেকনোলজি ইউনিভার্সিটির ড. মোঃ রেজাউল ইসলাম খান এবং সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির ড. ভেন পাওলো বি. ভ্যালেনজুয়েলা। এছাড়াও আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
এই সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তোলা এবং তাদের আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার প্রস্তুতি সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিবার্তা/সোলাইমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]