নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে চবি শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ২১:৪৪
নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে চবি শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এতে শিক্ষকবৃন্দ দেশের বিদ্যমান আইনের প্রয়োগ নিশ্চিতের উপর গুরুত্বারোপ করেন।


রবিবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সকাল সাড়ে ১১ টায় এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়।


এতে মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক লাইলুন নাহারের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ বক্তব্য রাখেন।


আইন বিভাগের অধ্যাপক ড. রকীবা নবী বলেন, দৈনন্দিন জীবনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রতিবাদ জোরদার করতে হবে। দেশের প্রচলিত আইনগুলো আরো কার্যকর করে আমাদের নাগরিক অধিকার নিশ্চিত করায় জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।


নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খাদিজা মিতু বলেন, আমাদের দেশে ধর্ষণ কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটার সামগ্রিক কিছু অন্তর্নিহিত কারণ রয়েছে। এটার জন্য আমাদের সবার মানসিকতার পরিবর্তন দরকার। বিচার করলেই এটা নিশ্চিত হয়ে যাবে না যে, আর ধর্ষণ হবে না। আমাদের মনোজগতের পরিবর্তন করতে না পারলে, এই ধর্ষণ কমবে না।


সমাবেশে উপস্থিত এক শিক্ষার্থী বলেন, বর্তমান সময়ে এই নতুন বাংলাদেশে প্রতিটি মানুষ তার অধিকার বুঝে পাবে এটাই প্রত্যাশা ছিল। কিন্তু আমরা সেভাবে আইনের বাস্তবায়ন দেখছি না। নারীর প্রতি সকল অবমাননার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি।


বিবার্তা/মহসিন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com