ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক লাইফ সাপোর্টে
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০১:২৫
ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক লাইফ সাপোর্টে
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারপারসন অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।


তিনি রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াকের নিউরোসায়েন্স ইউনিটের আইসিইউতে রয়েছেন। অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানিয়েছে তার পরিবার।


আরেফিন সিদ্দিকের ছোট ভাই শাকরিন সিদ্দিক বলেন, ‘তিনি সুস্থই ছিলেন। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে ব্যাংকের বুথে গিয়ে টাকাও তুলেছেন। এরপর তিনি ঢাকা ক্লাবে (রমনায়) যান এবং সেখানে দাঁড়িয়ে কথা বলার সময়ই পড়ে যান। সেটা আনুমানিক ২টা ৪০ মিনিটে।


বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরোসায়েন্স ইউনিটের আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে।


অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সার্বিক সুস্থতা কামনার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।


উল্লেখ্য, অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com