
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ পরিবারের নামে থাকা চারটি হলসহ মোট পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। গত ২৬ ফেব্রæয়ারি বিশ্ববিদ্যালয়ের ২৬৭তম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী শেখ হাসিনা হল থেকে জুলাই ৩৬ হল, শেখ রাসেল হল থেকে শহীদ আনাছ হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে শাহ আজিজুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল থেকে উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল এবং ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন থেকে ইবনে সিনা বিজ্ঞান ভবন করা হয়।
উল্লেখ্য, ২০০১ সালে শাহ আজিজুর রহমানের নামে বিশ^বিদ্যালয়ের মিলনায়তনের নামকরণ করা হয়। এদিকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিতর্কিত ভুমিকার অভিযোগে তার নাম পরিবর্তন করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে সেই মিলনায়তনের নামকরণ করা হয়। এদিকে ইসলামী বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রগামী ভুমিকার কারণে শাহ আজিজুর রহমানের নামে আবারো হলের নামকরণ করা হয় বলে জানিয়েছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিবার্তা/তাজমুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]