ধর্ষকের শাস্তি হোক প্রকাশ্যে মৃত্যুদণ্ড
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৭
ধর্ষকের শাস্তি হোক প্রকাশ্যে মৃত্যুদণ্ড
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সম্প্রতি দেশব্যাপী আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়া ধর্ষণ, ছিনতাই ও রাহাজানির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষা এবং একজন ধর্ষকের একমাত্র শাস্তি হিসেবে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি তুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা।


রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে শিক্ষার্থীরা এই কর্মসূচির মাধ্যমে এই দাবি জানান।


বিক্ষোভ মিছিলে তারা ‘ধর্ষকের যৌনাঙ্গ, কেটে দাও ফেলে দাও’, ‘ধর্ষকদের বিরুদ্ধে, লড়াই হবে একসাথে’, ‘চব্বিশের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘চাঁদাবাজির বিরুদ্ধে‚ লড়ায় হবে একসাথে’ সহ বিভিন্ন স্লোগান দেয়।


বিক্ষোভে গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হান্নান রহিম বলেন, 'ধর্ষণ, ছিনতাই কিংবা চাঁদাবাজির শিকার যে কেউ হতে পারে। সবাইকে মাঠে নামতে হবে। প্রতিনিয়ত দেশে ধর্ষণ, চাঁদাবাজি ঘটছে, অথচ আপনি এগুলো মোকাবিলা করতে পারছেন না। আপনি যদি না পারেন, তবে পদত্যাগ করুন, আমরা নতুন নেতৃত্ব চাই। যত দ্রুত সম্ভব ধর্ষণের বিচার হতে হবে এবং জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, যাতে কেউ ধর্ষণের কথা ভাবতেও না পারে।'


মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পাবেল রানা বলেন, 'গত ১০-১৫ দিনে ১৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু একটি ঘটনারও দৃশ্যমান বিচার হয়নি। আজ কেউ নিরাপদ নয়—রাস্তা, বাস, বাড়ি কোথাও নিরাপত্তা নেই। আমরা নতুন বাংলাদেশ গড়তে রক্ত দিয়েছি, কিন্তু প্রশাসনের ব্যর্থতার কারণে তা দেখতে পাচ্ছি না। প্রশাসন যদি দায়িত্ব পালন করতে না পারে, তাহলে আমাদের কাছে ক্ষমা চেয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ান।'


পদার্থবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিয়ান বলেন, 'অন্তবর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কারমূলক কাজ করছে, কিন্তু ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন নেই। এজন্যই ধর্ষণের ঘটনা ঘটছে। আইন সংস্কার কমিটির কাছে আমাদের দাবি, ধর্ষণের শাস্তি জনসমক্ষে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে, যাতে কেউ এই অপরাধের চিন্তাও না করে। ধর্ষণ বৃদ্ধির অন্যতম কারণ পর্নোগ্রাফি। সরকারকে অনুরোধ করবো, পর্নোগ্রাফির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।'


বিবার্তা/প্রসেনজিত/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com