ইবি সাংবাদিক সমিতির সভাপতি তাজমুল, সম্পাদক রিফাত
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০২
ইবি সাংবাদিক সমিতির সভাপতি তাজমুল, সম্পাদক রিফাত
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক নয়া দিগন্ত বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাজমুল হক জায়িম সভাপতি ও দৈনিক ইনকিলাব বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাকিব রিফাত সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।


বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১ থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।


পরে সভাপতি ও সাধারণ সম্পাদক আলোচনাক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মুতাছিম বিল্লাহ রিয়াদ (মানবজমিন), যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা (ডেইলি অবজারভার), অর্থ সম্পাদক নিয়ামতুল্লাহ মুনিম (খবরের কাগজ), দফতর সম্পাদক মাহমুদুল হাসান (যায়যায়দিন), প্রচার সম্পাদক মোর্শেদ মামুন (কালবেলা) এবং কার্যনির্বাহী সদস্য ইদুল হাসান ফারহান (দিনকাল) ও জামাল উদ্দিন (শিক্ষাবার্তা)।


কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। নির্বাচন পর্যবেক্ষক ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এবং সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ইবিসাসের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান নবীন ও সাবেক সভাপতি ইমরান শুভ্র।


নির্বাচন পরবর্তী দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। এছাড়া নির্বাচন কমিশনারসহ উপস্থিত ছিলেন ইউট্যাবের ইবি সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, বিশ্ববিদ্যালয় শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


ইবিসাসের নবনির্বাচিত সভাপতি তাজমুল হক জায়িম বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সত্যের সারথি হয়ে সাহসিকতার সাথে ক্যাম্পাস তথা দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে। যার ফলশ্রুতিতে ইবিসাস ক্যাম্পাসেন শিক্ষক ও শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছে। এই ঐতিহ্যবাহী সংগঠনের সভাপতি হিসেবে যে গুরুদায়িত্ব আমাদের কাঁধে এসেছে আমরা সেই দাতিত্ব পালনে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবো। এই কাজে ইবিসাসের সকল সহযোদ্ধাদের ও বিশ্ববিদ্যালয়ের সকল স্টেকহোল্ডারের সহযোগিতা কামনা করছি।


বিবার্তা/জায়িম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com