
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসন সংকট নিরসনের জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার দাবিতে আগামী মঙ্গলবার (১৪ জানুয়ারি) ‘ভিসির বাংলোয় ঠাঁই চাই' শীর্ষক কর্মসূচি পালন করবেন নারী শিক্ষার্থীরা।
রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন নারী শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান ইমু।
সংবাদ সম্মেলনে ইমু বলেন, দীর্ঘদিন ধরে আমরা শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিয়ে আন্দোলন করছি। বারবার প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেছি। দাবি উপস্থাপন এবং আলোচনার সব উপায় আমরা অবলম্বন করেছি। এত কিছুর পরও গত বৃহস্পতিবার প্রশাসনের সঙ্গে আলোচনায় আমাদের কাছে স্পষ্ট হয়েছে, দাবিগুলোর বিষয়ে প্রশাসন আন্তরিক নয়।
তিনি আরও বলেন, এমন অবস্থায় আমরা ধরেই নিতে পারি, প্রশাসন চায় না আলোচনার মাধ্যমে কোনো সমাধান হোক।
ছাত্রীদের আবাসন সংকট সমাধানে আন্দোলন ছাড়া কোনো পথ খোলা নেই উল্লেখ করে তিনি বলেন, এমতাবস্থায় আমাদের দাবি না মানা পর্যন্ত উপাচার্য মহোদয়ের বাসভবনে নারী শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করার দাবিতে আগামী ১৪ জানুয়ারি, মঙ্গলবার সকাল ১০টায় 'ভিসির বাংলোয় ঠাঁই চাই' কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত নারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনেই অবস্থান করবে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]