কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক নারী শিক্ষার্থী তার সংস্কৃতির ঐতিহ্যবাহী পোশাক পরিধানের জন্য বুলিং ও যৌন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী মানসিকভাবে অসুস্থ বোধ করছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করেন।
১৫ সেপ্টেম্বর, রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদারের কাছে দেয়া অভিযোগপত্র থেকে বিষয়টি জানা যায়।
অভিযোগপত্রে তিনি জানান 'গত ১২ই সেপ্টেম্বর সকাল ৮ টা থেকে সাড়ে ৮ টার সময় শহিদ মিনারে আমাদের ঐতিহ্যবাহী পোশাক পড়ে আমি- আমার এক বান্ধবী আর একজন সিনিয়র (ফটোগ্রাফার) ভাইয়া ছিলেন। সেখানে শহিদ মিনারের উপরের দিকে শুধু আমরাই ছিলাম। ভাইয়া যখন আমাকে ছবি তুলে দিচ্ছিলেন, তখন শহিদ মিনারের নিচ থেকে কিছু সংখ্যক ছেলে আমাকে উদ্দেশ্য করে বডিশেমিং এবং আমার ঐতিহ্যগত পোশাককে হেয় করে ন্যাক্কারজনক মন্তব্য করে। পরে জানতে পেরেছিলাম সেই সময় ইকোনোমিক্স ১৪তম আবর্তন বনাম ১৭ তম আবর্তনের ম্যাচ ছিল। তারা বাদে সেন্ট্রাল ফিল্ডে বাড়তি কাউকে দেখা যাই নাই। এই ঘটনার পর থেকে আমি এখনো মানসিকভাবে অসুস্থ।'
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, 'আমরা অভিযোগপত্রটি পেয়েছি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের সংশ্লিষ্ট কমিটিকে পাঠিয়ে দিয়েছি৷ তারা তদন্ত সাপেক্ষে আমাদের যা জানাবে আমরা সে অনুযায়ী পদক্ষেপ নিবো।'
বিবার্তা/প্রসেনজিত/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]