
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অ্যাকাডেমিক কাজে স্থবিরতা নিরসনে অতিদ্রুত ভিসি নিয়োগের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
এসময় তারা ‘ক্লিন ইমেজের’ শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগের দাবি করেন। একইসাথে দুর্নীতিবাজ ও বিতর্কিত শিক্ষকদের নিয়োগ দিলে তাকে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
১৪ সেপ্টেম্বর, শনিবার বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত ছাত্র সমাবেশে মিলিত হয়।
এসময় শিক্ষার্থীরা, ‘সংস্কারমনা ভিসি চাই’ ‘বিশ্বমানের ভিসি চাই’ ‘রেকর্ড দেখে ভিসি দিন- দুর্নীতির খবর নিন’ ‘অ্যাকাডেমিক স্থবিরতা দূরীকরণে যোগ্য ভিসি চাই’ ‘ভিসি চাই এমন- শিক্ষার্থীদের ব্যথায় কাঁদে যার মন’ সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়ের সকল ভিসি কোনো না কোনোভাবে লেজুড়বৃত্তিক রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এতে তারা অনিয়ম-দুর্নীতির মহা সুযোগ পেয়ে বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছেন। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আমরা দুর্নীতিগ্রস্ত ভিসির পুনরাবৃত্তি চাই না। কোনো দলবাজ, বিতর্কিত শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগ দিলে সাধারণ শিক্ষার্থীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করবে।’
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ভিসি না থাকায় সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে শিক্ষার্থীদের মনোবল ভেঙে পড়ছে। অনতিবিলম্বে স্থবিরতা দূরীকরণে যোগ্য, দুর্নীতিমুক্ত, সংস্কারমনা, শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগ দিতে হবে।
বিবার্তা/জায়িম/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]