গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা’র আসর বসেছে।
১০ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় ‘জাগ্রত মঞ্চ’র ব্যানারে এর আয়োজন করে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের কণ্ঠে উঠে এসেছে শহীদদের স্মরণ ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের সুর। এসময় এ আসরে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
জাগ্রত মঞ্চের আহ্বায়ক জাকারিয়া বলেন, আওয়ামী ফ্যাসিবাদের শাসনামলে শিক্ষার্থীদের সুস্থ সাংস্কৃতিক চর্চাকে কোণঠাসা করে রাখা হয়েছিলো। ফ্যাসিবাদের পতনের পর শিক্ষার্থীদের মাঝে সুস্থ সাংস্কৃতির চর্চার জন্য আমরা এ আয়োজন করেছি। আগামীতে আমরা এরকম নানা আয়োজন উপহার দিবো।
বিবার্তা/জায়িম/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]