
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর লালন শাহ হলের সকল গণরুম বাতিল করে স্বাভাবিকভাবে সিট বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে হল কর্তৃপক্ষ। রোববার (৮ সেপ্টেম্বর) হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, অন্য হলের ছাত্র নিয়ম বহির্ভূতভাবে লালন শাহ হলে অবস্থান করতে পারবেন না। প্রতিটি কক্ষে আসনের অতিরিক্ত ছাত্র থাকতে পারবেন না। আবাসিকতা ছাড়া কোন ছাত্র হলে অবস্থান করতে পারবেন না। এছাড়া নোটিশে স্নাতোকোত্তর শেষ হওয়া শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে। কেউ নিয়ম অমান্য করলে হল প্রশাসন তার বিরুদ্ধে
আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলেও জানানো হয়।
এবিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. আাকতার হোসেন বলেন, ‘র্যাগিংসহ বিভিন্ন অপকর্ম গণরুমেই বেশি হতো। এর আগে গণরুম বন্ধের চেষ্টা করে ব্যর্থ হয়েছি, এখন সুযোগ আছে তাই বাতিল করে দিয়েছি।
বিবার্তা/জায়িম/রোমেল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]