
'সেবার মাধ্যমে বন্ধুত্ব' স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোটার্যাক্ট ক্লাবের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অবস্থিত সামাজিক ও সাংস্কৃতিক জোট (ঐক্যমঞ্চ)—এর রুমে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষরোপন, গানের খেলা, ফুটবল খেলাসহ এতিমদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মো. দিদারুল ইসলাম রাসেলের সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি এবং ক্লাবের আইপিপি মুনজুরুল ইসলাম নাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সমন্বয়ক নাহিদ হাসান ও তানভীর মন্ডল।
এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের মেম্বারশিপ কমিটির চেয়ারম্যান পবিত্র চন্দ্র রায় পার্থ, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর সালেহ আহমেদ রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, ট্রেজারার জনি সরকার রিয়াজ, এডিটর তামান্না ইসলাম, সার্জেন্ট এ্যাট আর্মস সজিব হোসেন, সহকারী সার্জেন্ট জায়েদ তালুকদার সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. দিদারুল ইসলাম রাসেল বলেন, এই দিনে প্রাণের সংগঠনের যাত্রা শুরু হয়। সামাজিক সেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে আমাদের ক্লাব দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে স্থান করে নিবে এই প্রত্যাশা রইল। ক্লাবকে অনন্য মর্যাদায় নিয়ে যেতে সকলের সহযোগিতা কাম্য।
উল্লেখ্য, ইসলামী বিশ্বদ্যিালয় রোটার্যাক্ট ক্লাব ১৯৯২ সালের ০৫ সেপ্টেম্বর ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আবু হেনা মোস্তফা কামাল ও কয়েকজন শিক্ষার্থীর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। রোটার্যাক্ট ক্লাব স্বেচ্ছাসেবীমূলক আন্তর্জাতিক সংগঠন রোটারি ইন্টারন্যাশনালের যুব শাখা। বন্ধুত্ব, সেবা এবং সাংগঠনিক কাঠামোর মাধ্যমে বিশ্বের সব মানুষের মাঝে উন্নতর সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্য। সংগঠনটি ক্যাম্পাসে ভর্তি পরিক্ষায় , বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, শীতবস্ত্র বিতরণ ও রক্তদান সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
বিবার্তা/জায়িম/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]