
সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবির আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চবি অধিভুক্ত কলেজ ও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। এতে হাজারেরও বেশি শিক্ষার্থীর উপস্থিতি ছিল।
১২ জুলাই, শুক্রবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম নগরীতে ষোলশহর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে রাত ৮টায় ষোলশহর রেলস্টেশনে এসে তা সমাপ্ত হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে ষোলশহর মহাসড়কে একত্রিত হয়ে পূর্ব নাসিরাবাদ, পাঁচলাইশ, প্রবর্তক মোড়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চকবাজার এলাকা অতিক্রম করে এরপর জামালখান যায়। সেখান থেকে নগরীর কাজীর দেউড়ি এলাকা ঘুরে লালখান বাজার হয়ে জিইসি দিয়ে বের হয়ে নগরীর ২নং গেইট অতিক্রম করে ষোলশহর রেলস্টেশনে এসে থামে।
আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি পোর্ট সিটি ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চবি অধিভুক্ত কলেজ সমূহ, জাতীয় বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও যোগ দেন।
এ সময় শিক্ষার্থীরা,‘আমার ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’,‘একাত্তরের পথ ধরো, বাংলা ব্লকেড সফল করো’,‘ব্লকেড ব্লকেড, বাংলা ব্লকেড’,‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’,‘কোটা না মেধা, মেধা মেধা’,‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’,‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, গতকাল শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা যৌক্তিক দাবিতে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু আমাদের দাবি না মেনে নিয়ে উল্টো আমাদেরকে আহত করা হচ্ছে। পুলিশ অন্যায়ভাবে আমাদের ওপর হামলা করছে। আমরা এসব মেনে নিব না।
আন্দোলনরত আরেক শিক্ষার্থী বলেন, আমার ভাই ও বোনের উপর হাত তোলা হয়েছে। আমাদের এই যৌক্তিক আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্যেই এসব করা হচ্ছে। কিন্তু আমরা আমাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাব।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এই পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা আজ বিক্ষোভ মিছিল করেছেন
বিবার্তা/মহসিন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]