
রমজান ও ঈদ উপলক্ষ্যে টানা ২৬ দিন ছুটি ছিল। ফলে শিক্ষার্থীদের ‘শিখন ঘাটতি’ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে তীব্র তাপদাহের মধ্যে অনলাইনে ক্লাস নেয়ার ঘোষণা দিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), ব্র্যাক ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।
২১ এপ্রিল, রবিবার থেকে বিশ্ববিদ্যালয় তিনটির অনলাইনে পাঠদান শুরু হবে, চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়গুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থীদের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আহমেদ তাজমীন স্বাক্ষরিত এক বার্তায় শিক্ষার্থীদের জানানো হয়, দেশে চলমান তাপপ্রবাহের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্লাস অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের অফিসিয়াল ফেসবুক পেজে রেজিস্ট্রারের বরাতে ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল অনলাইনে ক্লাস নেয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের কথা জানানো হয়।
ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো ইমেইলে শিক্ষার্থীদের ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল অনলাইনে ক্লাস নেয়ার ব্যাপারে নোটিশ দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসও।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]