
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল।
এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম।
৩০ মার্চ, শনিবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশ সূত্রে জানা যায়, সদ্যবিদায়ী ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলিনা নাসরীনের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় ২৯ মার্চ পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়। এছাড়া টিএসসিসি’র পরিচালকের দায়িত্ব থেকে অধ্যাপক ড. মো. বাকী বিল্লাহ-কে অব্যাহতি প্রদান করে ৩০ মার্চ থেকে তাকে ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়।
এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফীনের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় উক্ত পদে অধ্যাপক ড. শফিকুল ইসলামকে নিয়োগ দেয়া হয়।
পরবর্তী ১ বছরের জন্য দুজনকে পদায়ন করেছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
বিবার্তা/জায়িম/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]