চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০০:২৯
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের প্রথম বর্ষ (স্নাতক) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।


মঙ্গলবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮ টায় ফলাফল প্রকাশ করা হয়। এতে পাস করেছেন ১৫ হাজার ৮২৪ জন। পাসের হার ৩৫ দশমিক ৬ শতাংশ।


ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজ উদ দৌলা।


গত শনিবার (১৬মার্চ) অনুষ্ঠিত হওয়া চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪৪ হাজার ৪৪৯ জন। এর মধ্যে পাস করেছেন ১৫ হাজার ৮২৪ জন। পাসের হার ৩৫ দশমিক ৬ শতাংশ। অকৃতকার্য হয়েছেন ২৮ হাজার ৬২৫ জন। অকৃতকার্যের হার ৬৪ দশমিক ৪ শতাংশ।


ভর্তি পরীক্ষার ফলাফল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তবে পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের https://admission.cu.ac.bd/ মাধ্যমে ভর্তি পরীক্ষার আইডি লগইন করেও ফলাফল জানতে পারবেন।


উল্লেখ্য, চবির সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে মোট আসন রয়েছে ৯৫৮টি।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com