
শিক্ষক-সহপাঠীকে অভিযুক্ত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা আত্মহত্যার ঘটনায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অদক্ষতা ও কাজের অবহেলাকে লাল কার্ড দেখিয়ে, অভিনব এক কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
১৯ মার্চ, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে ‘নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘অবন্তিকার অভিযোগপত্র অবহেলা করেছে সদ্য সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল। মোস্তফা কামালকে তদন্তের আওতায় আনতে হবে। উনি যদি অভিযোগটা ঠিকভাবে আমলে নিতেন হয়ত আজ প্রেক্ষাপট ভিন্ন হতো।’
লাল কার্ড প্রদর্শনীতে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাওসিফ বলেন, ‘এ প্রক্টর অফিসে কী না হয়েছে। আগের প্রক্টর মোস্তফা কামাল কী করেননি। রিকশাচালককেও অত্যাচার করা হয়েছে। যেখানে তাদের অভিভাবকের মতো হওয়ার কথা কিন্তু তারা উল্টো। এ কাঠামো আমরা ভেঙে দিতে চাই। আমরা প্রশাসন থেকে একটা শক্ত অঙ্গীকার চাই। সর্বোপরি অবন্তিকার আত্মহত্যার প্ররোচনায় সুষ্ঠু বিচার চাই।’
ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী শাহ সাকিব সোবহান বলেন, প্রক্টরিয়াল বডি করোনার সময় কুকুরের জন্য বরাদ্দ দেওয়া টাকা মেরে খেয়েছে। আজকে সেই প্রক্টরিয়াল বডি নিপীড়ন বিরোধী সেলের নামে ডামি সেল গঠন করে রেখেছে। প্রক্টরিয়াল বডি যখন তখন ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের ধরে নিয়ে মুচলেকা সংগ্রহ করত। এখন থেকে সেই খেলা আর চলবে না। যৌন নিপীড়ন সেলে ছাত্র-শিক্ষকসহ বাহির থেকে ম্যাজিস্ট্রেট এনে অন্তর্ভুক্ত করতে হবে। নিপীড়ক বিরোধী সেলের নামে যে টর্চার সেল তারা তৈরি করে রেখেছে, সেই প্রক্টর অফিসে আমরা সাতদিনের মধ্যে তালা ঝুলিয়ে দেব।
নাট্যকলা বিভাগের শিক্ষার্থী কিশোর সাম্য বলেন, উপাচার্য প্রতিশ্রুতি দেওয়ার পর যে কাজটি প্রতিনিয়ত করে এসেছে তা হলো গাফিলতি। সেজন্য আমরা প্রশাসনকে লালকার্ড দেখিয়েছি। আমাদের দাবি হচ্ছে সিন্ডিকেটের প্রভাবমুক্ত একটি কার্যকরী নিপীড়ন বিরোধী সেল গঠন করতে হবে। যেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকবে, বাইরের বিশেষজ্ঞদেরও অংশগ্রহণ থাকবে। আগের সব ধরনের নিপীড়নের ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সমাধান করতে হবে।
বিবার্তা/রুদ্র/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]