
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচটি অনুষদের নতুন ডিন নিয়োগ দেয়া হয়েছে।
১৪ মার্চ, বৃহস্পতিবার সিন্ডিকেটের ৯১তম জরুরি সভা শেষে এক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেন।
নতুন ৫ জনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্যাহ, কলা ও মানবিক অনুষদের ডিন হিসেবে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. বনানী বিশ্বাস, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন, বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে সহযোগী অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ এবং প্রকৌশল অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুর রহমান।
এছাড়া সিন্ডিকেট সদস্য হিসেবে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্লাহ ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. বনানী বিশ্বাস।
বিবার্তা/প্রসেনজিত/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]