
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। শুক্রবার (৮ মার্চ) বিকাল সাড়ে ৫টায় বিজ্ঞান অনুষদের ডিন ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির কো অর্ডিনেটর অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান স্বাক্ষরিত ফলাফলের কপি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় আইসিটি সেল।
বিষয়টি নিশ্চিত করে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা।
তিনি জানান, ‘এ’ ইউনিটে মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ৭৭,২৫৯ জন। এর মধ্যে পাশ করেছে ৪০,৮৬৬ জন। ফলে পাশের হার ৫২.৮৯ শতাংশ। অকৃতকার্য হয়েছে ৩৬,৩৯৩ জন।
ইউনিটে সর্বোচ্চ নাম্বার ১১০ এবং সর্বনিম্ন নাম্বার ৫২.৪৬।
ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজ এবং ওয়েবসাইট থেকেও নিজেদের ফলাফল জানতে পারবেন।
এর আগে, গত ২ মার্চ চট্টগ্রাম ছাড়াও ঢাকা এবং রাজশাহীতে চবির ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারই প্রথম চবির ভর্তি পরীক্ষা তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]