পাবিপ্রবির গেস্টহাউজ ব্যবস্থাপনা অ্যাপস উদ্বোধন
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ১২:৩২
পাবিপ্রবির গেস্টহাউজ ব্যবস্থাপনা অ্যাপস উদ্বোধন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঢাকা ও পাবনাস্থ গেস্টহাউস ব্যবস্থাপনা অ্যাপস উদ্বোধন করা হয়েছে।


৯ মার্চ, শনিবার সকালে উপাচার্য কার্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে অ্যাপসটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. মোস্তফা কামাল খান।


কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও আইসিটি সেলের পরিচালক ড. আব্দুর রহিমের তত্ত্বাবধায়নে অ্যাপসটি তৈরি করা হয়েছে।


উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, এই অ্যাপসের মাধ্যমে গেস্টহাউস ব্যবস্থাপনা সহজ হবে। এতে শিক্ষক-কর্মকর্তারা সহজে গেস্টহাউস বুকিং দিতে পারবে।


উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম মোস্তফা কামাল খান শিক্ষার্থীদের মধ্য থেকে এ ধরনের অ্যাপস তৈরির উদ্যোগ নেওয়ার জন্য পরামর্শ দেন।


এ সময় অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. খায়রুল আলম, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. দিলীপ কুমার সরকার, ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. মো. হাবিবুল্লাহ, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুজ্জামান, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আমিরুল ইসলাম, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাসেল আল আহম্মদ, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, গেস্টহাউস প্রশাসক ড. আব্দুল্লাহ আল মামুন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. আব্দুর রহিম, প্রক্টর ড. মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ড. নাজমুল হোসেন, জনসংযোগ ও প্রকাশন দপ্তরের অতিরিক্ত পরিচালক ফারুক হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।



এর আগে, ফার্মেসি বিভাগের বার্ষিক ক্রীড়া সপ্তাহের উদ্বোধন এর আগে সকালে ফার্মেসি বিভাগের বার্ষিক ক্রীড়া সপ্তাহের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।


এসময় উপ উপাচার্য অধ্যাপক ড. এস.এম. মোস্তফা কামাল খান, প্রক্টর ড. মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ড. মো. নাজমুল হোসেন, বিভাগীয় চেয়ারম্যান ড. শরিফুল হকসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com