
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয় বলে সাংবাদিকদের জানান জীববিজ্ঞান অনুষদের ডিন ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক নুহু আলম।
তিনি বলেন, এই ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে আসন ৩১০টি। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন জমা পড়েছিল ৬৯ হাজার ৪১৬ জন শিক্ষার্থীর।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ছাত্রীদের ও বুধবার (২৮ ফেব্রুয়ারি) ছাত্রদের পরীক্ষা হয়েছে। অংশগ্রহণ ছিল ৭৭ শতাংশ। তাদের মধ্যে পাশ করা শিক্ষার্থীদের মধ্যে প্রথম ১০ শতাংশের ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইট থেকে ফল দেখতে পারবেন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]