
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অবসরপ্রাপ্ত তিন অধ্যাপককে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
২১ জানুয়ারি, রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বিভাগটি।
এসময় বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. রুহুল আমিন, অধ্যাপক ড. নেছার উদ্দিন আহমদ ও অধ্যাপক ড. মাহফুজুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন।
এসময় অন্যান্য অতিথিদের মধ্যে ধর্মতত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. সেলিম রেজা উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভাগটির অধ্যাপক অধ্যাপক ড. মোহাম্মাদ আব্দুল্লাহ, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. আবু সাইদ মোহাম্মাদ আলী, অধ্যাপক ড. আব্দুস সালাম, অধ্যাপক ড. ওবায়েদুল ইসলামসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান অনুষ্ঠান সঞ্চলনা করেন। অনুষ্ঠানে অতিথি ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বিদায়ী অধ্যাপকদের নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন আগামী দিনের জন্য শুভকামনা জানান।
প্রসঙ্গত, বিদায়ী অধ্যাপক ড. মাহফুজুর রহমান ১৯৯৪ সালের ৩ জানুয়ারি বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০২৩ সালের ৩১ ডিসেম্বর অবসর গ্রহণ করেন। অধ্যাপক ড. মো. রুহুল আমিন ১৯৯১ সালের ৪ মার্চ বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০২২ সালের ৩০ জুলাই অবসর গ্রহণ করেন। অধ্যাপক ড. নেছার উদ্দিন ১৯৯১ সালের ৪ ডিসেম্বর বিভাগে যোগদান করেন এবং ২০১৯ সালের ৩০ এপ্রিল অবসর গ্রহণ করেন।
বিবার্তা/জায়িম/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]