
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে নিযুক্ত হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. সাদেকা হালিমকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
১ ডিসেম্বর, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘নবনিযুক্ত উপাচার্যের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি এবং আলোকিত হবে’। এছাড়াও তিনি তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
উল্লেখ্য, অধ্যাপক সাদেকা হালিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়টির ৬ষ্ঠ উপাচার্য। গত ৩০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পান। তিনি সদ্য প্রয়াত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন।
বিবার্তা/প্রসেনজিত/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]