শিক্ষার্থীদের জাপানি ভাষা শেখাবে ইবির ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ১৭:৪২
শিক্ষার্থীদের জাপানি ভাষা শেখাবে ইবির ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য জাপানি ভাষা কোর্স চালু করেছে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্স (আই.আই.ই.আর)।


১৯ নভেম্বর, রবিবার ইন্সটিটিউটটির কার্যালয়ে এ বিষয়ে জাপানি প্রতিষ্ঠান জেনমিরাই এডুকেশনের সাথে শিক্ষা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।


বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও জেনমিরাই এডুকেশন গ্রুপের পক্ষে গ্রুপের সিইও কায়ামাতো ইয়াসিরু চুক্তি স্বাক্ষর করেন।


এ সময় উপস্থিত ছিলেন আই.আই.ই.আর এর পরিচালক অধ্যাপক ড. মামুনুর রহমানের সভাপতিত্বে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী ও সাবেক উপ-উপাচার্য ড. শাহীনুর রহমান উপস্থিত ছিলেন।


এছাড়া অধ্যাপক ড. মো. রুহুল কে এম সালেহ, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, অধ্যাপক ড. মিয়া মো. রাশিদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিতি ছিলেন।


এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সহযোগিতা ও দেশের সবধরনের উন্নয়নে জাপানি সহায়তার কথা কৃতজ্ঞচিত্তে তুলে ধরেন বক্তারা।


আই আই ই আর এর পরিচালক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, এ কোর্সের লক্ষ্য হলো জাপানি ভাষা শিক্ষা প্রদান করে যোগ্যতা অনুযায়ী শিক্ষার্থীদের চাকরির সুযোগ করে দেয়া। এছাড়া এটি শিক্ষার্থীদের স্কলারশিপ প্রাপ্তিতেও সহায়ক ভূমিকা পালন করবে।


বিবার্তা/জায়িম/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com