ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে সাংবাদিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ২০:২৬
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে সাংবাদিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সমাজ পরিবর্তনে শিক্ষার্থী কর্মসূচিসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরার জন্য ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাথে মত বিনিময় সভার আয়োজন করেছে।


২৭ অক্টোবর, শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহাসচিব মোল্লা মোহাম্মাদ আবু কাওসার, যুগ্ম মহাসচিব সুভাষ সিংহ রায়, প্রচার ও জনসংযোগ সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসাইনসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ।


এসময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার রিপোর্টারদের সাথে মতবিনিময় করেন।


উক্ত সভায় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূইয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহীসহ কয়েকজন সাংবাদিক তাদের বক্তব্যে বলেন, অ্যালামনাসগণ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সহযোগী এবং শিক্ষা, ইন্টার্নশিপ ও ক্যারিয়ার গঠনে ছাত্র-ছাত্রীদের স্বক্রিয় সহায়ক ও অভিভাবক হয়ে উঠতে পারেন।


তাদের বক্তব্যের প্রেক্ষিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী বলেন, এমন দাবি এবং পরামর্শ বাস্তবায়ন করার জন্য অ্যালামনাসদের জন্য কঠিন কোন কাজ নয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশন আগেই হল নির্মাণ, বিশ্ববিদ্যালয়ের সবুজায়ন এবং পরিচ্ছন্নকরণ এবং চিকিৎসা কেন্দ্র উন্নয়নের জন্য প্রস্তাবও দিয়েছিলো।


এমন যৌথ উন্নয়ন প্রকল্পে অনুমোদন ও দ্রুত বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের এগিয়ে আসা জরুরি মনে করেন তিনি।


তিনি আরো জানান, এবার ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) সামাজিক বৃত্তি নিয়ে ৬৭৭ জন ছাত্রছাত্রী ১৩ অক্টোবর থেকে সারাদেশে ৬৪ জেলায় মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা গড়তে মাঠপর্যায়ে প্রচার চালাচ্ছে।এই কার্যক্রমে এবার অভূতপূর্ব জাগরণ তৈরি করেছে এবং এই মাঠপর্যায়ে এই প্রচারণা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।


বিবার্তা/ছাব্বির/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com