ওয়ান স্টপ সার্ভিসের কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণ শুরু
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ১৬:০৭
ওয়ান স্টপ সার্ভিসের কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণ শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়ান স্টপ সার্ভিসের কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তর কর্তৃক আয়োজিত এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার।


৮ অক্টোবর, রবিবার কর্মসম্পাদন চুক্তি পরিকল্পনা, শুদ্ধাচার কৌশল, ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার এবং ওয়ান স্টপ সার্ভিস এর কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।


প্রশিক্ষণে স্বাগত বক্তব্য প্রদান করেন মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য্য। এছাড়া শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মো. হাছানুর রহমান প্রশিক্ষণ বিষয়ে মতামত ব্যক্ত করেন। প্রশিক্ষণে বিভিন্ন দপ্তরের ৩০জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। আগামী এক সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ চলবে।


প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে দপ্তর কেন্দ্রিক প্রশিক্ষণ এই প্রথমবারের মতো শুরু হয়েছে। পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণ খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। এর আগে সমন্বিত প্রশিক্ষণ হয়েছে। আশা করছি ভবিষ্যতে দপ্তর কেন্দ্রিক প্রশিক্ষণ বাড়বে এবং কর্মকর্তা-কর্মচারীরা তাদের পেশাগত উৎকর্ষ অর্জন করতে পারবে।’ ওরিয়েন্টেশন প্রোগ্রামটি সঞ্চালনা করেন সিস্টেম এনালিস্ট ড. হায়দার আলী।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com