কুবিতে কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ১৪:৫০
কুবিতে কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কুইজ সোসাইটি কর্তৃক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ব্যাডমিন্টন কোর্টে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখা আত্মজীবনীমূলক বই "কারাগারের রোজনামচা" এর উপর ভিত্তি করে প্রতিযোগিতাটি সম্পন্ন হয়।


বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড. মোহা. হাবিবুর রহমান, বাংলা বিভাগের প্রভাষক ও সংগঠনটির উপদেষ্টা মো. গোলাম মাহমুদ পাবেল, কুইজ সোসাইটির আহবায়ক হায়দার মাহমুদসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।


বিকাল সাড়ে তিনটায় প্রতিযোগিতাটি শুরু হয়ে আধ-ঘন্টা চলমান থাকে। প্রাথমিক পর্ব শেষে পূর্বের প্রতিযোগিতার (১২ জুলাই) বিজয়ীদের নাম ঘোষণা ও তাদের হাতে পুরষ্কার তুলে দেন সংগঠনটির আহ্বায়ক ও উপদেষ্টারা।


এতে প্রথম হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ ব্যাচের শিক্ষার্থী মো. জাকারিয়া, দ্বিতীয় হয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ ব্যাচের শিক্ষার্থী হাবিবুর রহমান এবং একই বিভাগের ১৯-২০ ব্যাচের শিক্ষার্থী খায়রুজ্জামান টনি তৃতীয় হয়েছেন।


কুইজ সোসাইটির এরকম ব্যতিক্রমী উদ্যোগে উচ্ছসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে লোকপ্রশাসন বিভাগে শিক্ষার্থী জাকারিয়া বলেন, আমি অনেক আনন্দের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং প্রথম স্থান অর্জন করেছি। কুইজ সোসাইটিকে ধন্যবাদ এমন একটি আয়োজন করার জন্য।


এ নিয়ে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড. মোহা. হাবিবুর রহমান বলেন, "কুইজের আয়োজনটা কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির আশাব্যাঞ্জক একটি কাজ। তোমরা সবাই জানো বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন স্যারের নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় গবেষণা ও উন্নয়নে এগিয়ে যাচ্ছে। তোমাদেরকে বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ গুলো পড়ার অনুরোধ করছি আমি। আজকের এই কুইজ আয়োজন তোমাদের ক্রিটিক্যাল থিংকিং-এর সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি।"


কুইজ সোসাইটির আহবায়ক হায়দার মাহমুদ বলেন, "এ পর্যায়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বইয়ের উপর কুইজের আয়োজন করা হয়েছে যাতে দেশমাতৃকা সম্পর্কে জানতে পারা যায়। পরবর্তীতে অংশগ্রহণকারীদের উপর ভিত্তি করে আমরা ক্রিটিক্যাল এবং মেন্টাল এবিলিটির উপর কুইজের আয়োজন করবো।"


বিবার্তা/প্রসেনজিত/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com