শিরোনাম
ঢাবির বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির সভাপতি শারমিন, সম্পাদক সারেয়ার
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৩
ঢাবির বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির সভাপতি শারমিন, সম্পাদক সারেয়ার
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির কার্য নির্বাহী পরিষদের কমিঠি গঠন হরা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ঢাবির সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান, সাধারণ সম্পাদক হয়েছেন এসএম সারেয়ার মোর্শেদ।


২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকালে আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই কমিটি গঠন করা হয়। সমিতির আহবায়ক মোহাম্মদ রুহুল আমিন বার্ষিক সাধারণ সভায়- ২০২৩ এ উক্ত কমিটি ঘোষণা করেন।


রুহুল আমিনের সভাপতিত্বে ও শারমিন জাহানের সঞ্চালনায় সভায় এসময় আরও উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান, আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: কামরুজ্জামান শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি ও টিএসসির সাবেক পরিচালক সৈয়দ আলী আকবর, ভারপ্রাপ্ত হিসাব পরিচালক মো. সাইফুল ইসলাম, টিএসসির উপ-পরিচালক নজীর আহমদ সীমাব, কেন্দ্রীয় লাইব্রেরির প্রিন্সিপাল টেকনিক্যাল অফিসার মীর তাহাজ্জত আলীসহ প্রমুখ।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে ঢাবির টিএসসির উপ-পরিচালক নজীর আহমদ সীমাব, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রিন্সিপাল এ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মোঃ কামরুজ্জামান, কবি সুফিয়া কামাল হলের প্রিন্সিপাল এ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জান্নাতুল ফেরদৌস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সিনিয়র এ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. জবান আলী, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সেকশন অফিসার পেলোয়ার হোসাইন, রেজিস্ট্রার অফিসের অফিস সহায়ক মো. আব্দুল আজীজ তালুকদার।


এছাড়া যুগ্ম সম্পাদক পদে আইসিটি সেলের সিনিয়র এডমিনিস্ট্রেটর ইমাম হাজান রাজা, আরবী বিভাগের জাহিদুর রহমান, লেদার ইন্সটিটিউটের টেকনিক্যাল অফিসার এনায়েত তালুকদার, আব্দুল হাই খোকন, কোষাধ্যক্ষ মো. সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক সাদিয়া সবুর, সহ সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম, প্রচার সম্পাদক মো. রুবেল মিয়া, দফতর সম্পাদক শাফিউল বাশার, আইন বিষয়ক সম্পাদক রাজা মান্নান তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক নিপু ইসলাম তন্বী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শরীফ হোসাইন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রাইসুজ্জামান এবং সম্মানীত সদস্য হলেন মোহাম্মদ রুহুল আমিন, মাহমুদা খানম সুমি, মো. রেজাউল করিম, প্রার্থনা ভদ্র, মো. মুনতাস আলী ও দীপীতা শাহরুখ প্রমুখ।


বিবার্তা/রাসেল/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com