
অনলাইনে তিন দফা আবেদন শেষেও একাদশ শ্রেণির ভর্তির জন্য মনোনয়ন পায়নি চট্টগ্রামের ৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী। এসব ব্যাপারে আন্তঃবোর্ড সমন্বয় কমিটি মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, তৃতীয় পর্যায় পর্যন্ত মোট আবেদনকারীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৭৭ জন। দ্বিতীয় পর্যায়ের আবেদন শেষে ১ লাখ ৭ হাজার ৩৪১ জন শিক্ষার্থীর কলেজ মনোনয়ন পান।
আর তৃতীয় পর্যায়ে কলেজ মনোনয়ন পেয়েছে আরও ৫ হাজার ৭৩৪ জন শিক্ষার্থী। এ পর্যন্ত ভর্তির জন্য সর্বমোট কলেজ মনোনয়ন পেয়েছে ১ লাখ ১৩ হাজার ৭৫ জন।
অন্যদিকে, এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮১৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১ লাখ ২০ হাজার ৮৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক বলেন, তৃতীয় পর্যায়ের আবেদন শেষেও এখনো পর্যন্ত ৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি। তাদের ব্যাপারে আন্তঃবোর্ড সমন্বয় কমিটি মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিদ্ধান্ত নিবে।
কলেজ পরিদর্শক বলেন, দশটি কলেজের জায়গায় তারা হয়তো কম কলেজ পছন্দক্রম হিসেবে দিয়েছে। এছাড়াও হয়তো মেধা তালিকা অনুযায়ী এসব শিক্ষার্থী যেসব কলেজ পাবে না, তারা বারবার সেসব কলেজই পছন্দক্রম হিসেবে দিয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।
বিবার্তা/রাসেল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]