ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের যমুনা ব্লক থেকে নিচে পড়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ এর দিকে বিজয় একাত্তর হলে এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম কাজী ফিরোজ। তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২০৩ নাম্বার রুমে থাকতেন। তিনি চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তার জেলা গোপালগঞ্জ।
বিজয় একাত্তর হলের যমুনা ব্লক থেকে নিচে পড়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় তার।
বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের মাধ্যমে জানা যায়, বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের ছয়তলা থেকে নিচে পড়ে যান তিনি। তারপর শিক্ষার্থীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয় পরে রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
কাজী ফিরোজের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলের আউটপোস্ট বাচ্চু মিয়া।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শাহবাগ থানাকে জানিয়েছি।
বিবার্তা/ছাব্বির/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]