শিরোনাম
জাবিতে শিক্ষকদের তিন দিনব্যাপী কর্মশালা শুরু
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:২৬
জাবিতে শিক্ষকদের তিন দিনব্যাপী কর্মশালা শুরু
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘টিচার্স ইনডাকশন প্রোগ্রাম অন টুলস ফর কোয়ালিটি ইম্পুভমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।


১৮ সেপ্টেম্বর, সোমবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রশিক্ষণ কর্মশালার শুরু হয়।


প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ বলেন, বর্তমান জ্ঞান ভিত্তিক সমাজে মানসম্মত শিক্ষা ছাড়া আমরা পিছিয়ে পড়বো। এ জন্য শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সকলকে একযোগে দায়িত্ব পালন করতে হবে। সরকারের নীতি প্রণয়ন, নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়গুলোকে নীতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, শিক্ষার্থীরা শিক্ষককে অনুসরণ করেন। পরিমিতবোধ ও পরিশীলিত আচার—আচরণে তিনি একজন শিক্ষক আদর্শ হয়ে গড়ে উঠবেন। শিক্ষা—গবেষণার পাশাপাশি নিয়মানুবর্তিতা, সময়নিষ্ঠা ও আচার—আচরণে শিক্ষককে দায়িত্বশীল হতে হবে।


তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান।এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ—উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপ—উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার প্রমুখ।


বিবার্তা/আয়েশা/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com