
কাজের অগ্রগতি মূল্যায়ন নিয়ে বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
১৮ সেপ্টেম্বর, সোমবার গাজীপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাডেমিক ভবনের ভার্চুয়াল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন, অ্যাকাডেমিক ও ফিজিক্যাল মাস্টার প্ল্যান, বিভিন্ন ক্লাব একটিভিটি বৃদ্ধি, বিজ্ঞান মেলা, বিজ্ঞান বিষয়ক কর্মশালা, শিক্ষক প্রশিক্ষণ মাস্টার প্ল্যান, দ্বিতীয় কনভোকেশন আয়োজন, শিক্ষার্থী সমাবেশ আয়োজন, অ্যালামনাই গঠনসহ বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা হয়। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের গৃহীত সকল কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশনা প্রদান করেন।
উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও বিভিন্ন দফতরের বিভাগীয় প্রধানগণ।
বিভাগীয় প্রধানদের সভায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে সময়মতো শেষ করার উপর গুরুত্বারোপ করেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]