যথাযোগ্য মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর নিখিলরঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে ও বাংলা বিভাগের শিক্ষার্থী শ্রাবণী সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।
এসময় অন্যান্যের প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর সোমনাথ ভট্টাচার্য, পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস অরুণ কুমার বসাক, আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষক বিশ্বজিৎ চন্দ, ড. জুয়েলী বিশ্বাস ও ড. রঞ্জন কুমার বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিবার্তা/নাঈম/নাজিম